১। মাইক্রোসফট এক্সেলে দক্ষতা বৃদ্ধিঃ
যে কোন প্রাইভেট জবে জয়েন করার পূর্ব শর্ত হচ্ছে মাইক্রোসফট এক্সেলে নিজেকে পণ্ডিত করে তুলা। আপনার সিভিতে MS Word, MS Excel, MS Power point দেখানোর জন্য নয়। সে সব বিষয়ে আপনাকে দক্ষ হতে হবে। যদি বিবিএ ৩য় বর্ষ থেকে কোন ছাত্র মাইক্রোসফট এক্সেলের কোর্স গুলো সম্পূর্ণ করে আর বিভিন্ন ফানশন গুলোতে পাণ্ডিত্ত রাখে তবে সে ভাইবাতে প্রেক্টিকাল ভাবে সেগুলো দেখাতে পারবে যা তার জব পেতে খুব সহজ হবে। চলুন দেখে নেওয়া যাক এক্সেলের কোন সূত্র গুলা না জানলেই নয়।
o IF এর নির্ণয়ের সুত্র চাকরি টিপস
- Average এর নির্ণয়ের সুত্র
২। ইংরেজিতে দক্ষতা বৃদ্ধি করাঃ
এই বাজারে ইংরেজিতে দক্ষ না হলে চাকরির কথা চিন্তা করাও পাপ। আপনাকে ইংরেজি অবশ্যই দক্ষ হতে হবে।
মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো তে অধিকাংশ কাজ ইংরেজিতেই হয়েই থাকে। তাই যদি আপনি ইংরেজিতে দক্ষ না
হোন তবে কিভাবে আপনি ভাইবা বোর্ড ফেস করবেন? ইভেন আপনার ভাইবা বোর্ডের অধিকাংশ প্রশ্নই ইংরেজিতে
হবে। তাই শুরু থেকেই ইংরেজিতে ফোকাস করতে থাকুন। আর যদি IELTS এ 7 পয়েন্ট তুলতে পারেন সেটা কিন্তু
আপনার সিভিকে অনেক শক্ত অবস্থানে রাখবে। তাই ইংরেজিতে অবশ্যই শুরু থেকেই দক্ষতা বৃদ্ধি করতে হবে।
আপনি ইংরেজি সিনেমা, সিরিজ দেখতে পারেন। কারন এটি একটি অন্যতম সহজ উপায় ইংরেজিতে অনরগল কথা বলার।
৩। Business Analyst কোর্স করতে পারেন! চাকরি টিপস
ব্যবসার নতুন সোর্স খুজে বের করা, কাস্টমারের মানষিকতা বুঝা এবং ম্যানেজমেন্টের সাথে সমন্ময় করে প্রতিষ্ঠানের
জন্য নতুন উপার্যনের সুযোগ সৃষ্টি করাই হচ্ছে একজন Business Analyst এর কাজ। এই সাময়িক সময়ে এই কোর্সটির
জনপ্রিয়তা অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন কোম্পানি আকর্ষনীয় বেতনে Business Analyst নিয়োগ দিচ্ছে।
তাই যদি গ্রাজুয়েশন করার সাথে সাথে বা গ্রাজুয়েশন শেষ করার পর আপনি এই কোর্সটি করে থাকেন তবে নিশ্চিত
ভাবে চাকরির বাজারে আপনি এগিয়ে থাকবেন। কোর্সটি আপনি অনলাইনেও করতে পারবেন। কিন্তু অভিজ্ঞতা থেকে
বলতে পারি বিবিএ করা একজন ছাত্রের জন্য এই কোর্সটি তাকে অনেক এগিয়ে রাখবে চাকরির বাজারে।