নৌবাহিনীতে নিয়োগ ফেব্রুয়ারি ২০২৩

নৌবাহিনীতে নিয়োগ ফেব্রুয়ারি ২০২৩ সরাসরি নৌবাহিনীর নিয়োগ

বাংলাদেশ

নৌবাহিনী

ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিঃ

বাংলাদেশ নৌবাহিনী

সোনাকান্দা, বন্দর, নারায়ণগঞ্জ

www.dewbn.gov.bd

ফোন : ০১৭৬৯-৭১৯৮০৬, ফ্যাক্স : +৮৮০২২২৩৩০৩৫০১

06.02.6758.165.11.165.23. ১৫৩

নিয়োগ বিজ্ঞপ্তি

০৮ ফেব্রুয়ারি ২০২৩

১। বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক পরিচালিত ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিঃ, সোনাকান্দা, নারায়ণগঞ্জ এর প্রশাসন বিভাগের জন্য নিম্নে বর্ণিত পদে দৈনিক ভিত্তিক জনবল নিয়োগ প্রদান করা হবে :

ক্রঃ নং

নৌবাহিনীতে নিয়োগ পদের নাম

পদের সংখ্যা

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

বয়স (২৩/০২/২০২৩ পর্যন্ত

নিয়োগের ধরন

IS

শ্রমিক

০৬ (ছয়) টি

(ক) যেকোন গাছে উঠা-নামায় পারদর্শী এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে বাস্তব

সর্বোচ্চ ৩০ বছর

দৈনিকভিত্তিক

২।

IQ

81

&1অভিজ্ঞতাসম্পন্ন।

(খ) সুঠাম দেহের অধিকারী।

(গ) ন্যূনতম ৫ম শ্রেণি পাশ ।

প্রতিষ্ঠানের প্রচলিত নিয়মে দৈনিক ভিত্তিক মজুরী কাঠামো মোতাবেক দৈনিক মজুরী পরিশোধ করা হবে। মজুরি ও অন্যান্য ভাতাদি প্রতিষ্ঠানের নিজস্ব মজুরী কাঠামো, নিয়োগ নীতিমালা ও প্রচলিত নিয়মানুযায়ী (প্রযোজ্য ক্ষেত্রে) প্রদান করা হবে।

অত্র প্রতিষ্ঠানের মেডিক্যাল সেকশন কর্তৃক প্রদত্ত মেডিক্যাল ফিটনেস সার্টিফিকেট সন্তোষজনক প্রতিপাদিত হলে নিয়োগ প্রদান করা হবে। আগ্রহী প্রার্থীদেরকে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, সদ্য তোলা ০৪ (চার) কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/ পৌরসভা/ সিটি কর্পোরেশনের মেয়র/ কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব/ জাতীয়তা সনদপত্র, জাতীয় পরিচয় পত্র, জন্মনিবন্ধন (যদি থাকে), শিক্ষাগত যোগ্যতার সনদ/ প্রত্যয়ন পত্র, সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা (যদি থাকে) সকল সনদপত্রসমূহের সত্যায়িত কপি এবং ব্যবস্থাপনা পরিচালক বরাবর আবেদনপত্র “ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিঃ, বাংলাদেশ নৌবাহিনী, সোনাকান্দা, বন্দর, নারায়ণগঞ্জ” এর ঠিকানায় আগামী ২৩ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে প্রেরণ করতে হবে। প্রেরিত খামের উপর অবশ্যই নিজের নাম ও মোবাইল নম্বর উল্লেখ করতে হবে।

প্রার্থীদেরকে বাছাই কমিটি কর্তৃক নির্ধারিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

লিখিত/ মৌখিক/ ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীকে কোন প্রকার টিএ/ডিএ দেওয়া হবে না ।

৬।

91পদের সংখ্যা হ্রাস / বৃদ্ধি হতে পারে।

৮। উল্লিখিত পদসমূহে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন।

৯।

দেশে করোনা পরিস্থিতির বিষয়টি বিবেচনায় নিরাপত্তার স্বার্থে নিয়োগ সংশ্লিষ্ট পরীক্ষায় অংশ গ্রহণের ক্ষেত্রে অবশ্যই কোভিড-১৯ সংক্রান্ত স্বাস্থ্যগত সতর্কতা অবলম্বন করতে হবে।

১০। নিয়োগ সংক্রান্ত বিষয়ে ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।

জি-৩০৩/২৩ (৫x৪)

ইঞ্জিনিয়ারিং

বাংলাদেশ

নৌবাহিনী

ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিঃ বাংলাদেশ নৌবাহিনী

সোনাকান্দা, বন্দর, নারায়ণগঞ্জ নৌবাহিনীতে নিয়োগ

www.dewbn.gov.bd

ফোন : ০১৭৬৯-৭১৯৮০৬, ফ্যাক্সঃ +৮৮০২২২৩৩০৩৫০১

06.02.6758.165.11.165.23.152

নিয়োগ বিজ্ঞপ্তি

০৮ ফেব্রুয়ারি ২০২৩

বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক পরিচালিত ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিঃ, সোনাকান্দা, নারায়ণগঞ্জ এর উৎপাদন বিভাগের জন্য নিম্নেবর্ণিত পদে চুক্তিভিত্তিক/দৈনিক ভিত্তিক জনবল নিয়োগ প্রদান করা হবে :

২।

ক্রঃ

পদের নাম নৌবাহিনীতে নিয়োগ

নং

পদের সংখ্যা

১।

২।

সহকারী প্রকৌশলী (নৌ স্থপতি)

উপ-সহকারী প্রকৌশলী (শিপবিল্ডিং)

ওয়েল্ডিং সুপারভাইজার

81

সুপারভাইজার

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা নৌবাহিনীতে নিয়োগ

(ক) বিএসসি ইন নেভাল আর্কিটেকচার এন্ড (এক) টি মেরিন ইঞ্জিনিয়ারিং ।

০২ (দুই) টি

(এক) টি

(খ) দেশী অথবা বিদেশী শিপ‍ইয়ার্ডে ন্যূনতম ০২ বছরের বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন। (ক) ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং (শিপবিল্ডিং) (খ) দেশী অথবা বিদেশী শিপইয়ার্ডে ন্যূনতম ০৫ বছরের বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন।

(ক) ট্রেড কোর্স (শিপ ফেব্রিকেশন/ শিপবিল্ডিং ওয়েল্ডিং)

(খ) দেশী অথবা বিদেশী শিপ‍ইয়ার্ডে ওয়েল্ডিং সুপারভাইজার হিসেবে ন্যূনতম ০৫ বছরের বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন।

(ক) ট্রেড কোর্স (শিপ ফেব্রিকেশন/

(তিন) টি শিপবিল্ডিং ওয়েল্ডিং)

০২ (দুই) টি

০২ (দুই)

৫।

শ্রমিক (সিএনসি কাটিং মেশিন

অপারেটর)

৬।

শ্রমিক

ওভারহেড ক্রেন

অপারেটর)

৭।

শ্রমিক (দক্ষ ওয়েল্ডার)

২৫

(পঁচিশ)

টি

টি

৮।

শ্রমিক (দক্ষ ফিটার)

১৫

(পনেরো)

টি

০৯

(নয়) টি

শ্রমিক (কাটার/ গ্রাইন্ডার)

১০।

শ্রমিক (লিফ্‌ট অপারেটর)

(এক) টি

(খ) দেশী অথবা বিদেশী শিপ‍ইয়ার্ডে ন্যূনতম ০৬ বছরের বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন। (ক) দেশী অথবা বিদেশী শিপইয়ার্ডে সিএনসি কাটিং কাজের ন্যূনতম ০২ বছরের বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন।

(খ) ন্যূনতম ৮ম শ্রেণি পাশ।

(ক) দেশী অথবা বিদেশী শিপইয়ার্ডে ক্রেন পরিচালনায় ন্যূনতম ০৫ বছরের বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন।

(খ) ন্যূনতম ৮ম শ্রেণি পাশ ।

(ক) দেশী অথবা বিদেশী শিপইয়ার্ডে

ন্যূনতম ০৫ বছরের বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন । (খ) ন্যূনতম ৮ম শ্রেণি পাশ ।

(ক) দেশী অথবা বিদেশী শিপইয়ার্ডে ন্যূনতম ০৫ বছরের বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন । (খ) নূন্যতম ৮ম শ্রেণি পাশ ।

(গ) বয়স : ন্যূনতম ২০ বছর।

(ক) দেশী অথবা বিদেশী শিপইয়ার্ডে ন্যূনতম ০২ বছরের বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন । (খ) ন্যূনতম ৮ম শ্রেণি পাশ ।

(ক) লিফ্ট চালনা ও রক্ষণা-বেক্ষণ কাজে ০৩ বছরের বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন । (খ) এএসসি পাশ/ভোকেশনাল/সমমান ইলেকট্রিক্যাল ট্রেড কোর্স সম্পন্নকারীদের অগ্রাধিকার দেয়া হবে ।

(গ) কাজের ধরণ :

০২ (দুই) টি ১০ (দশ) প্যাসেঞ্জার (৮০০ কেজি) ও ০১ (এক) টি ৮ (আট) প্যাসেঞ্জার (৬০০ কেজি) লিফ্ট চালনা ও

রক্ষনাবেক্ষণ ।

বয়স

(23/02/2013 পর্যন্ত)

সর্বোচ্চ ৩০ বছর

(যোগ্যতাসম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য।) সর্বোচ্চ ৩০ বছর (যোগ্যতাসম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য।)

সর্বোচ্চ ৩৫ বছর (যোগ্যতাসম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য।) সর্বোচ্চ ৩৫ বছর (যোগ্যতাসম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য।) ন্যূনতম ২০ বছর (যোগ্যতাসম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য।) সর্বোচ্চ ৩৫ বছর (যোগ্যতাসম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য।)

ন্যূনতম ২০ বছর (যোগ্যতাসম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য।)

ন্যূনতম ২০ বছর (যোগ্যতাসম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য।)

ন্যূনতম ১৮ বছর (যোগ্যতাসম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য।) সর্বোচ্চ ৩০ বছর (যোগ্যতাসম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য।)

নিয়োগের ধরণ নৌবাহিনীতে নিয়োগ

চুক্তিভিত্তিক

চুক্তিভিত্তিক

চুক্তিভিত্তিক

দৈনিকভিত্তিক

দৈনিকভিত্তিক

দৈনিকভিত্তিক

১। দৈনিকভিত্তিক ক্লাস প্রজেক্ট (LR/BV) এ অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। ১। দৈনিকভিত্তিক

ক্লাস প্রজেক্ট (LR/BV) এ অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। দৈনিকভিত্তিক

দৈনিক ভিত্তিক

চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে মূল বেতনের সাথে অন্যান্য ভাতাদি প্রতিষ্ঠানের বেতন কাঠামো, নিয়োগ নীতিমালা ও প্রচলিত নিয়মানুযায়ী প্রদান করা হবে। এছাড়া দৈনিক ভিত্তিক নিয়োগের ক্ষেত্রে প্রতিষ্ঠানের প্রচলিত নিয়মে দৈনিক ভিত্তিক বেতন/মজুরী কাঠামো মোতাবেক বেতন/মজুরী পরিশোধ করা হবে। বেতন/মজুরি ও অন্যান্য ভাতাদি প্রতিষ্ঠানের নিজস্ব বেতন/মজুরী কাঠামো, নিয়োগ নীতিমালা ও প্রচলিত নিয়মানুযায়ী (প্রযোজ্য ক্ষেত্রে) প্রদান করা হবে ।

৩। অত্র প্রতিষ্ঠানের মেডিক্যাল সেকশন কর্তৃক প্রদত্ত মেডিক্যাল ফিটনেস সার্টিফিকেট সন্তোষজনক প্রতিপাদিত হলে নিয়োগ প্ৰদান

করা হবে।

81 আগ্রহী প্রার্থীদেরকে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, সদ্য তোলা ০৪ (চার) কপি পাসপোর্ট সাইজের ছবি, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/ পৌরসভা/ সিটি কর্পোরেশনের মেয়র/ কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব/ জাতীয়তা সনদপত্র, জাতীয় পরিচয় পত্র, জন্মনিবন্ধন (যদি থাকে), শিক্ষাগত যোগ্যতার সনদ/ প্রত্যয়ন পত্র ও সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা সংক্রান্ত সকল সনদপত্রসমূহের সত্যায়িত কপি এবং ব্যবস্থাপনা পরিচালক বরাবর আবেদনপত্র “ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিঃ, বাংলাদেশ নৌবাহিনী, সোনাকান্দা, বন্দর, নারায়ণগঞ্জ” এর ঠিকানায় অফিস চলাকালীন সময়ের মধ্যে প্রেরণ করতে হবে এবং তারিখ প্রেরিত খামের উপর অবশ্যই পদের নাম ও মোবাইল নম্বর উল্লেখ করতে হবে ।

৫। ক্রমিক ১, ২, ৩ ও ৪ নং পদের জন্য আবেদনকারী প্রার্থীর আবেদনপত্র জমাদানের শেষ তারিখ আগামী ২২ ফেব্রুয়ারি ২০২৩ এবং ক্রমিক ৫, ৬, ৭, ৮, ৯ ও ১০ নং পদের জন্য আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০২৩ ।

প্রার্থীদেরকে বাছাই কমিটি কর্তৃক নির্ধারিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

লিখিত/ মৌখিক/ ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীকে কোন প্রকার টিএ/ ডিএ দেওয়া হবে না ।

পদের সংখ্যা হ্রাস/ বৃদ্ধি হতে পারে।

উল্লিখিত পদসমূহে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন।

দেশে করোনা পরিস্থিতির বিষয়টি বিবেচনায় নিরাপত্তার স্বার্থে নিয়োগ সংশ্লিষ্ট পরীক্ষায় অংশ গ্রহণের ক্ষেত্রে অবশ্যই কোভিড-১৯ সংক্রান্ত স্বাস্থ্যগত সতর্কতা অবলম্বন করতে হবে।

১১।

নিয়োগ সংক্রান্ত বিষয়ে ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।

পক্ষে ব্যৱস্থাপনা পরিচালক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *