গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর প্রযুক্তি মন্ত্রণালয় সরকারি চাকরি খবর প্রকাশ পায় আবেদনের সময়সীমাঃ ০৯ মার্চ ২০২৩ যোগ্যতাঃ এসএসসি,এইচএসসি, স্নাতক, বিএসসি
BANGLADESH DATA CENTER
COMPANY LIMITED
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ
বাংলাদেশ ডাটা সেন্টার কোম্পানি লিমিটেড (BDCCL)
আইসিটি টাওয়ার, প্লট #ই-১৪/এক্স, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭
www.bdccl.gov.bd ফোন: ৫৫০০৬৪৪১
নং : 56.06.0000.101.11.013.23.1766
তারিখঃ ০৯ ফেব্রুয়ারি ২০২৩, (২৬ মাঘ ১৪২৯ )
নিয়োগ বিজ্ঞপ্তি প্রযুক্তি মন্ত্রণালয়ে নিয়োগ
বাংলাদেশ ডাটা সেন্টার কোম্পানি লিমিটেড (BDCCL) এর নিম্নবর্ণিত শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে যোগ্যতাসম্পন্ন | প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা হচ্ছেঃ
পদের নাম
क.
কোম্পানির গ্রেড, বেতন স্কেল ও
বয়সসীমা
न
ভাতাসহ মোট বেতন
সংখ্যা
নুন্যতম শিক্ষাগত যোগ্যতা,
অভিজ্ঞতা ও বিশেষ যোগ্যতা প্রযুক্তি মন্ত্রণালয়ে নিয়োগ
د
ব্যবস্থাপক (নেটওয়ার্ক ও ট্রান্সমিশন)
পদ সংখ্যা-১
গ্রেড-৫
টাঃ ৫০,০০০ ৮৪,৪৭৫/- স্কেলে সর্বমোট মাসিক ৮৪,০০০/- টাকা।
গ্রেড-৫
G18 00,000 8,890/- C সর্বমোট মাসিক ৮৪,০০০/- টাকা।
গ্রেড-৭
টাঃ 80,000-67,500/- স্কেলে সর্বমোট মাসিক ৬৭,৭০০/- টাকা। গ্রেড-৭
8
অনূর্ধ্ব ৩৭
বছর
অনূর্ধ্ব ৩৭
বছর
অনূর্ধ্ব ৩২ বছর
ব্যবস্থাপক (ক্লাউড ও সাইবার
নিরাপত্তা)
পদ সংখ্যা-১
সহকারী ব্যবস্থাপক
(ক্লাউড)
00
পদ সংখ্যা-২
সহকারী ব্যবস্থাপক
08
(জেনারেশন সিস্টেম)
পদ সংখ্যা-১
উপ সহকারী প্রকৌশলী (ট্রান্সমিশন)
টাঃ ৪০,০০০-৬৭,৫৮০/- স্কেলে সর্বমোট মাসিক ৬৭,৭০০/- টাকা। গ্রেড-৮
অনূর্ধ্ব ৩২
পদ সংখ্যা-১ উপ-সহকারী প্রকৌশলী (ডিস্ট্রিবিউশন সিস্টেম)
টাঃ ৩০,০০০-৬৩,৯৮৫/- স্কেলে সর্বমোট মাসিক ৫০,৮০০/- টাকা। গ্রেড-৮
বছর
টাঃ ৩০,০০০-৬৩,৯৮৫/- স্কেলে সর্বমোট মাসিক ৫০,৮০০/- টাকা।
অনূর্ধ্ব ৩২
বছর
পদ সংখ্যা-১
অনূর্ধ্ব ৩২
বছর প্রযুক্তি মন্ত্রণালয়ে নিয়োগ
ক) সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে CSE / CS / IT/EEE/ ETE/EECE / ECE/ সমতুলা বিষয়ে নূন্যতম স্নাতক ডিগ্রী;
খ) সরকারি/বেসরকারি প্রতিষ্ঠানে সহকারী প্রোগ্রামার/ সমপদে নূন্যতম ০৫ (পাঁচ) বছরের চাকুরির অভিজ্ঞতা;
গ) ডাটা সেন্টার পরিচালনা সংক্রান্ত সার্টিফিকেটধারীদের অগ্রাধিকার দেয়া হবে; ঘ) CCNA CCNP সার্টিফিকেটধারীদের অগ্রাধিকার দেয়া হবে।
ক) সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে CSE / CS / IT / ECE/EECE / সমতুল্য বিষয়ে নূন্যতম স্নাতক ডিগ্রী;
খ) সরকারি/বেসরকারি প্রতিষ্ঠানে সহকারী প্রোগ্রামার/ সমপদে নূন্যতম ০৫ (পাঁচ) বছরের চাকুরির অভিজ্ঞতা;
গ) ডাটা সেন্টার পরিচালনা সংক্রান্ত সার্টিফিকেটধারীদের অগ্রাধিকার দেয়া হবে। ক) সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে CSE/CS / IT / ECE EECE /সমতুল্য বিষয়ে নূন্যতম স্নাতক ডিগ্রী;
খ) ডাটা সেন্টার পরিচালনা সংক্রান্ত সাটিফিকেটধারীদের অগ্রাধিকার দেয়া হবে।
ক) সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে EEE / সমতুল্য বিষয়ে নূন্যতম স্নাতক
খ) ডাটা সেন্টার পরিচালনা সংক্রান্ত সার্টিফিকেটধারীদের অগ্রাধিকার দেয়া হবে। ক) সরকার অনুমোদিত বোর্ড থেকে ডাটা টেলিকমিউনিকেশন এন্ড নেটওয়ার্কিং/ কম্পিউটার সাইন্স এন্ড টেকনোলজি টেলিকমিউনিকেশন টেকনোলজি / সমতুল্য বিষয়ে ০৪ বছর মেয়াদি ডিপ্লোমা;
(খ) সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধীকার দেয়া হবে।
ক) সরকার অনুমোদিত বোর্ড থেকে ইলেক্ট্রিক্যাল টেকনোলজি / পাওয়ার টেকনোলজি / সমতুল্য বিষয়ে ০৪ বছর মেয়াদি ডিপ্লোমা;
খ) সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধীকার দেয়া হবে।
০১। উক্ত গ্রেড/গ্রেড সমূহের বিভিন্ন পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে শিক্ষা জীবনের সকল স্তরে নূন্যতম ২য় বিভাগ/শ্রেণী/ সমমান GPA/CGPA (GPA = 2.00
এবং CGPA 4.00 এর স্কেলে CGPA = 2.25 এবং CGPA 5.00 এর স্কেলে CGPA >= 3.00) থাকতে হবে;
০২। কোন প্রার্থী বিদেশ হতে তার অর্জিত কোন ডিগ্রীকে সমমানের বলে দাবি করলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত ইকুইভ্যালেন্স (ইউজিসি কর্তৃক অনুমোদিত) সনদের মূল কপি মৌখিক পরীক্ষার সময় সাক্ষাৎকার বোর্ডে অবশ্যই উপস্থাপন করতে হবে। অন্যথায় মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে না;
০৩। যদি কোন প্রার্থী বিদেশী নাগরিককে বিবাহ করে থাকেন অথবা বিবাহ করার জন্য অঙ্গীকারবদ্ধ হয়ে থাকেন, সেক্ষেত্রে তিনি আবেদন যোগ্য নন;
০৪। সকল প্রার্থীদেরকে অনলাইনে https://erecruitment.bcc.gov.bd ওয়েব সাইটের মাধ্যমে আগামী ০৯.০৩.২০২৩ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে
( বিকাল ৫:০০ ঘটিকা) আবেদন করতে হবে;
০৫। প্রার্থীর বয়স নিয়োগ বিজ্ঞপ্তি জারির তারিখ পর্যন্ত গণনা করা হবে। বয়স প্রমাণের জন্য এফিডেফিট গ্রহণযোগ্য নয়;
০৬। আবেদনের সময় প্রার্থীদেরকে ১০০০ (এক হাজার) টাকা বিকাশ/রকেট/নগদ এর মাধ্যমে আবেদন ফি পরিশোধপূর্বক অনলাইনে (বিস্তারিত অনলাইন ফর্মে পাওয়া যাবে) আবেদন করতে হবে;
০৭। সরকারি, আধা সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকুরীরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে,
০৮। লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার স্থান, তারিখ ও সময় যথাসময়ে BDCCL এর ওয়েবসাইটে (www.bdccl.gov.bd) প্রকাশ করা হবে;
০৯। মৌখিক পরীক্ষার সময় সকল মূল অথবা সাময়িক সনদ অবশ্যই দাখিল করতে হবে;
১০। লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না;
১১। নিয়োগের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত ব্যক্তির পুলিশ ভেরিফিকেশন ও জাতীয় নিরাপত্তা ভেরিফিকেশন সাপেক্ষে চূড়ান্ত নিয়োগ প্রদান করা হবে;
১২। নিয়োগলাভের পর যোগদানের তারিখ থেকে ২ (দুই) বছর শিক্ষানবিশকাল গণ্য করা হবে;
১৩। BDCCL এর জনবল নিয়োগবিধি-২০২২ আলোকে এ বিজ্ঞপ্তি জারি করা হলো;
১৪। BDCCL কর্তৃপক্ষ কোন কারণ দর্শানো ব্যতিরেকে এই নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধন/বাতিলের ক্ষমতা সংরক্ষণ করে এবং নির্যোঞ্জার ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
AG-1259(12×4)
ব্যবস্থাপক (প্রশাসন ও মানব সম্পদ) বাংলাদেশ ডাটা সেন্টার কোম্পানি লিমিটেড (BDCCL)
ফোনঃ ৫৫০০৬৪৪১ (অ:)